চটুল গানের তালে ওসি আর সুন্দরীরা

শিবরাত্রি উপলক্ষে মধ্যরাতের জলসা। নিয়ন আলো, এলাকা কাঁপানো গান আর সঙ্গে নাচ। অনুষ্ঠানের নাম রঙ্গারঙ্গ কার্যক্রম, অনুষ্ঠানে তন্বীদের সঙ্গে নাচ করতে দেখা গেল চিত্তরঞ্জনের জিআরপি ওসিকে।