আদি পুরুষের পায়ের ছাপের রহস্য!

জার্মান গবেষকরা বড় পায়ের ছাপ খুঁজে পেয়েছেন । এই পায়ের ছাপ প্রাগৈতিহাসিক যুগের মানুষের । সেই যুগে হাতি সহ বিভিন্ন প্রাণীর পায়ের ছাপ পাওয়া গিয়েছে । গবেষকদের মতে, নিয়ান্ডারথালরা ছিলেন মানুষের আদিপুরুষ। তাঁরা হোমো হাইডেলবার্গেনসিস গোষ্ঠীর।