রিসর্টে ঢুকল হাতি!

বেসরকারি রিসোর্টে দলছুট দাতাল। আতঙ্ক ছড়ালো পর্যটকদের মধ্যে । আতঙ্কে জড়োসড়ো রিসোর্টে থাকা পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে লাটাগুড়ির এক বেসরকারি রিসর্টে । হাড়হিম করা সেই দৃশ্য ক্যামেরাবন্দি হলো পর্যটকদের মোবাইলে।