অন্যের জমি মাটি ছাড়া করা হয় না দেবী মূর্তি ৫০০ বছরের পারিবারিক কালীপুজোর আজব নিয়ম! সামনেই কালীপুজো, পারিবারিক পুজোর পাশাপাশি বিভিন্ন পুজো কমিটির প্রস্তুতি তুঙ্গে। পাঁশকুড়ার একটি পরিবারের প্রায় ৫০০ বছর পুরানো পারিবারিক কালীপুজো ঘিরে রয়েছে আজব নিয়ম।