সারাবছরের অপেক্ষা শেষে গ্রীষ্মকাল আসে আম নিয়ে। সুস্বাদু আম যে ত্বকের জন্য় খাস তা জানেন কি? ভিটামিন C ও A সমৃদ্ধ আম ত্বকের বলিরেখা মেটায়। ত্বকে কোলাজেন উৎপাদন করে আম। সুস্বাদু আমের অ্যান্টিঅক্সিডেন্ট সূর্য থেকে হওয়া ক্ষত বা সানবার্ন সারায়। ফেস মাস্ক, ময়েশ্চারাইজ়ার, স্ক্রাব বিভিন্ন উপায়ে আম কাজে লাগে।