কর ছাড়াই থাকা যায় এই দেশে!

এই দেশের সরকারকে দিতে হয় স্ট্যাম্প ডিউটি এবং ভ্যাট। তেল ও পর্যটনের জন্য সংযুক্ত আরব আমিরশাহী দেশটি বিখ্যাত। এই দেশের নাগরিকদের দিতে হয় না আয়কর। বাহারিন দেশটিকে কোনও আয়কর দিতে হয় না। পানামা দেশের নাগরিকদের কাছ থেকে নেওয়া হয় না আয়কর। ওমান দেশ নাগরিকদের কাছ থেকে কোন রকম আয়কর নেয় না।এই দেশে তেল শিল্প খুব শক্তিশালী।