নৃত্যগুরুর বায়োপিকে তাঁরই চরিত্রে মাধুরী

কোরিওগ্রাফার সরোজ খানের ওপরে বায়োপিক তৈরি হচ্ছে। পরিচালক হনসল মেহতার এই বায়োপিকে সরোজের চরিত্র ফুটিয়ে তুলবেন তাঁরই ছাত্রী মাধুরী দীক্ষিত। ৪ দশকের ফিল্মি কেরিয়ারে বলিউডকে বহু হিট দেন সরোজ খান। জন্মগতভাবে একজন হিন্দু ছিলেন সরোজ।