রিলের ভিউ বাড়ানোর টিপস

সোশাল মিডিয়ায় রিয়েলি তৈরি করে অনেকেই টাকা রোজগার করেন। আবার অনেকের রিল তেমন ভিউ পায় না। কীভাবে আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলের ভিউ বাড়াবেন? রইল কটি সহজ টিপস। রিল ভাইরাল করার জন্য প্রথমেই বিষয়বস্তু এমন বাছুন যা অন্য সবার চাইতে আলাদা হয়।