অক্ষয় ভাবেননি অভিনেতা হবেন

বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় কুমার। ঘটনাচক্রে তিনি বলিউডে অভিনয় শুরু করেন। চাঁদনীচকের যৌথ পরিবারে বড় হওয়া অক্ষয় মুম্বইয়ে আসেন মার্শাল আর্ট শেখাতে। চেয়েছিলেন রোজগার করে পরিবারের পাশে দাঁড়াতে। মুম্বাইয়ে তাঁর ছাত্রের বাবা তাঁকে সুযোগ দেন একটি বিজ্ঞাপনে কাজ করার।