সারাকে কালাজাদু করল কে?

মিষ্টি অভিনেত্রী, স্টার কিড সারা আলি খান। মিষ্টি ব্যবহার আর বোল্ড অভিনয়ে তিনি সবার পছন্দের পাত্রী। সাংবাদিক, পাপারাৎজি কিংবা ভক্ত সবার সঙ্গেই প্রাণ খুলে কথা বলেন সারা। কোনও টেলিভিশন শোয়ে সারা আলি খান অতিথি মানেই প্রাণ খোলা আড্ডা।