অনেকেই বমি, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় আদা খান। তবে পেটের সমস্যায় রোজ বেশি আদা খাওয়া কি ভাল? বিশেষজ্ঞদের মতে, রোজ বেশি আদা খেলে বাড়বে বিপদ। বমির সমস্যা মেটাতে অনেকেই বেশি করে আদা খান। এই সমস্যা থেকে মুক্তি পেলেও হতে পারে ডায়ারিয়া।