নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি সতর্কতা জারি করেছে। দুটি গ্রহাণু বা অ্যাস্টরয়েড আছড়ে পড়তে চলেছে পৃথিবীতে। ঘণ্টায় হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসা এই গ্রহাণুগুলো আসলে বড় পাথরের খণ্ড। পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে যদি ভূপৃষ্ঠে এসে পড়ে ওই গ্রহাণু কী হবে?